ঔপনিবেশিক আমলে পুলিশ বাহিনী গঠনের উদ্দেশ্য যাই হোক না কেন, একটি স্বাধীন দেশে পুলিশ বাহিনী জনগণের সেবক হিসেবে কাজ করার কথা। একারণে এখন পুলিশ ফোর্স না বলে পুলিশ সার্ভিস বলা হয়ে থাকে। কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিভাবে পুলিশের সেবা নিতে হয়, কোথায় কি প্রক্রিয়ায় যোগাযোগ করতে হয়, ইত্যাদি তথ্য ঠিকমত না জানার কারণে অনেকেই বিভিন্ন প্রয়োজনে বা বিপদে সহজে ... আরও
নাম | সংক্ষিপ্ত বিবরন |
---|---|
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট | কিভাবে নেবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, নমুনাসহ |
গ্রেফতার হলে | পুলিশের হাতে গ্রেফতার হলে করণীয় এবং সতর্কতা |
চেক ডিজঅনার হলে | এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে |
উচ্চ আদালতে মামলা | এ সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে |
যানবাহনের মামলা | যানবাহনের মামলায় করণীয় ও জরিমানার হার |
ইন্টারপোল | আন্তর্জাতিক পুলিশ সংস্থায় বাংলাদেশ পুলিশ |
বিদেশে গিয়ে বিপদে পড়লে | বাংলাদেশ দূতাবাসগুলোর বিস্তারিত তথ্য |
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স | সকল ফায়ার সার্ভিস স্টেশনের নম্বর সহ বিস্তারিত তথ্য |
লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সংগ্রহের নিয়ম | লাইসেন্স করার নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য |
বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম | ---- |
অর্থ পরিবহনে পুলিশী নিরাপত্তা | বড় অংকের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশের সাহায্য নেয়ার পদ্ধতি |
বাংলাদেশ পুলিশ, সিটিজেন চার্টার | ---- |
কমিউনিটি পুলিশিং | পুলিশ ও জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত পুলিশী কার্যক্রম। |
সিটিজেন হেল্প রিকোয়েস্ট | ফ্যাক্স এবং ইন্টারনেটের মাধ্যমে পুলিশের সাহায্য চাইতে |
এক নজরে বাংলাদেশ পুলিশ | পুলিশ বাহিনীর কিছু সাধারণ তথ্য |
বিভিন্ন ধরনের ফৌজদারী মামলা | আমযোগ্য, আমল অযোগ্য, জি আর এবং সি আর মামলা |
এজাহার করতে | এজাহার সম্পর্কে কিছু তথ্য |
পুলিশ ব্লাড ব্যাংক | রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অবস্থিত ব্লাড ব্যাংক (সবার জন্য) |
পুলিশের পদসমূহ | পুলিশ বিভাগের পদবী ও ব্যাজের ছবি |
জিডি করতে | জিডি কি? কেন? জিডির নমুনা এবং অনলাইনে জিডি করার পদ্ধতি |
অভিযুক্তের আইনগত অধিকার | সংবিধান এবং আইনানুযায়ী অভিযুক্তের সাথে আচরণ |
ভিকটিম সাপোর্ট | পুলিশের ভিকটিম সাপোর্ট কার্যক্রম ও ভূমিকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস