এটি মাগুরা জেলার শালিখা উপজেলার ২ নং তালখড়ি ইউনিয়নের তালখড়ি গ্রামে অবস্থিত। ঢাকা থেকে বাসে করে মাগুরা অথবা আড়পাড়া বাজারে আপনাকে নামতে হবে। তারপর আড়পাড়া বাজার থেকে কালিগঞ্চ রোড়ে গিয়ে আপনি ভ্যান, ইজিবাইজ অথবা নছিমন এ করে যেতে হবে। মনে রাখবেন আড়পাড়া বাজার থেকে তালখড়ি ইউনিয়ন পরিষদের দুরুত্ব মাত্র ৪ কি. মি। আপনি তালখড়ি গ্রামের বাবু বাজারের পাশেই তালখড়ি ইউনিয়ন পরিষদ অবস্থিত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস