Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তালখড়ি ইউনিয়নের ইতিহাস

কালের স্বাক্ষী শের-শাহের গ্রান্ড ট্রাংক রোড বহনকারী শালিখা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ২নং তালখড়ি ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ তালখড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল। ভৌগোলিক অবস্থানগত কারনে উত্তরাঞ্চলের মাগুরা জেলা একটি মনরমএলাকা। মাগুরা জেলারপ্রাণ কেন্দ্র থেকে ১৬ কিলোমিটারঅদূরে সু-পরিচিত এবং বানিজ্যিক এলাকার নাম “তালখড়ি ইউনিয়ন”। অতীতের দৃশ্যপট স্মৃতিএখনো সবার হৃদয় কে নাড়া দিয়ে কর্মচাঞ্চল্য হতে জাগ্রত করে। অতীত কে নয়বর্তমান প্রজন্মকে সঠিক পথে সু-শিক্ষায় শিক্ষিত করে এবং প্রযুক্তিগত দক্ষতাবাড়িয়ে দেশ ও সমাজের উন্নয়নের দুয়ার উন্মোচন করতে সদা প্রস্তূত  ইউনিয়ন পরিষদ।

         

তালখড়ি ইউনিয়ন একটি সবুজবেষ্ঠিত ইউনিয়ন। এক সময়ে অত্র ইউনিয়নে অসংখ্য খাল বিল বা জান ছিল। অত্র ইউনিয়নে জমিদারদের তালগাছের সংখ্যাবেশি ছিল। স্থানীয় লোকজন জান পাড় হয়ে জমিদারদেরবাড়ীতে যাতায়াত করত এবং সেইহেতু অত্র ইউপির নাম “তালখড়ি“ হয়েছেবলে জানা যায়। শালিখা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তালখড়ি ইউনিয়ন । প্রথম থেকে আজ পর্যন্ত তালখড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। মাগুরা হইতে তালখড়ি ইউনিয়ন এবং তালখড়ি ইউনিয়ন হইতে শালিখা উপজেলা সড়ক পাকা হওয়ায় সড়কপথে মালামাল যাতায়াত করে আসছে।

 


(ms)