Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্যানিটেশন কর্মসূচি

 

 

 

মানুষের সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন খুবই জরুরি। দেশের মানুষের আর্থিক অবস্থার সাথে মিল রেখে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিত করা সরকারের একটি প্রধান লক্ষ্য। স্যানিটেশন হল প্রাণীর মলমূত্র, ময়লা পানি এবং আবর্জনা পরিস্কার করার সঠিক উপায়। স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের কিছু বিশেষ দায়িত্ব ও কর্মসূচি রয়েছে। নির্ধারিত নিয়ম মেনে যে কোন নাগরিক ইউনিয়ন পরিষদ থেকে এই সেবা ভোগ করতে পারেন।

কর্মসূচির উদ্দেশ্য  

  • প্রতিটি বাড়িতে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি নিশ্চিত করা এবং পায়খানার সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা।
  • স্কুল, বাস স্টেশন এবং জনগনের জন্য উন্মুক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সকলের ব্যবহারের জন্য পায়খানা স্থাপন করা।
  • যেসব দরিদ্র এলাকায় জনসংখ্যা বেশি এবং প্রত্যেক পরিবারের জন্য আলাদা পায়খানা তৈরি করার জায়গা নেই- সেই সব জায়গায় কমিউনিটি পায়খানা তৈরি নিশ্চিত করা।
  • বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।
  • আর্সেনিক সমস্যা আক্রান্ত  এলাকায় আর্সেনিক দূর করা এবং আর্সেনিক দূষণমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করা। 

ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা ও অধিকার

  • ইউনিয়ন পরিষদে পল্লী পানি সরবরাহ ও স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি রয়েছে যারা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করে।
  • স্যানিটারি পায়খানা তৈরি ও ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করে এবং স্থাপনে সহায়তা করে।
  • ইউনিয়নের পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির দেখাশোনা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ব্যবস্থা গ্রহণ করে।
  • কূয়া, পানি তোলার কল, জলাশয়, পুকুর এবং পানি সরবরাহের ব্যবস্থা ও সংরক্ষণ করে।
  • খাবার পানির উৎসগুলো দূষণের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।
  • মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কূয়া, পুকুর এবং অন্যান্য দূষিত স্থানের পানি ব্যবহার না করার জন্য জনগনকে নিষেধ করে।
  • খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর এবং অন্যান্য স্থানের পানিতে গোসল, কাপড় কাঁচা বা গবাদিপশুর গোসল নিষেধ ও নিয়ন্ত্রণ করে।
  • পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভেজানো নিষেধ ও নিয়ন্ত্রণ করে।

সচরাচর জিজ্ঞাসা 

প্রশ্ন ১:স্যানিটেশন কি? 

উত্তর: স্যানিটেশন হল প্রাণীর মলমূত্র, ময়লা পানি এবং আবর্জনা পরিস্কার করার সঠিক উপায়।

প্রশ্ন ২: স্যানিটেশন ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের পক্ষে কে দায়িত্ব পালন করে? 

উত্তর: স্যানিটেশন ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের পল্লী পানি সরবরাহ ও স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করে।