বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলীয় ১০টি জেলা নিয়ে খুলনা বিভাগ গঠিত। জেলাগুলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও নড়াইল।
ভৌগলিক অবস্থানঃ
নদ-নদী, খাল-বিল আর ওয়ার্ল্ড হেরিটেজ অনুপম সৌন্দর্যের আধার ম্যানগ্রোভ সুন্দরবন বেষ্টিত খুলনা বিভাগ। সুন্দরবনের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে খুলনা বিভাগের অবস্থান। পৃথিবীর মানচিত্রে খুলনা বিভাগের অবস্থান ২১০৪০' উত্তর অক্ষাংশ হতে ২৪০১২ উত্তর অংশে এবং ৮৮০৩৪' পূর্ব দ্রাঘিমা হতে ৮৯০৫৭' পূর্ব দ্রাঘিমায়।
সীমানাঃ
খুলনা বিভাগের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, পূর্বে ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও বরগুনা জেলা এবং দক্ষিণে দিগন্ত বিস্তৃত বিশাল বঙ্গোপসাগর।
আয়তনঃ
খুলনা বিভাগের মোট আয়তন ২২,২৮৬ বর্গকিলোমিটার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS