Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার্চ ইন্জিন

এক পরিসংখ্যানে দেখা গেছে ২০০৫ এর জানুয়ারীর শেষে ইন্টারনেটে ওয়েবপেইজের সংখ্যা ১১৫ কোটিরও বেশি এবং এই সংখ্যা ক্রমবর্ধমান। এই বিশাল সংখ্যক ওয়েবপাইজের মধ্য থেকে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্যের সাথে সম্পর্কিত ওয়েবপাইজটি খুব সহজে এবং অল্প সময়ে খুঁজে বের করতে যে প্রযুক্তিটি ব্যবহার করা হয় তার নাম সার্চ ইন্জিন। সার্চ ইন্জিনগুলো অনুসন্ধানের ফলে প্রাপ্ত ফলাফলকে প্রাসঙ্গিকতার ক্রম অনুযায়ী প্রদর্শন করে। ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার ওয়েবসাইটের এই অংশে বিভিন্ন জনপ্রিয় এবং সহজে ব্যবহারযোগ্য সার্চ ইন্জিন সমূহের লিংক পাবেন।

ভেলকি

বিভিন্ন সার্চইন্জিন ছাড়াও এটি নিজের সার্চইন্জিনেরও ফলাফল দেখাতে পারে।

গুগল

সাম্প্রতিক সময়ে গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চইন্জিন। এটি স্বল্প সময়ে অধিক ফলাফল প্রর্দশন করে। এর প্রধান ভাষা ইংরেজি হলেও সম্প্রতি বাংলাতেও সেবা দেয়া শুরু করেছে ।

ভি এম এন

এটি একটি সার্চইন্জিন ওয়েবসাইট। কিন্তু, রেজিস্ট্রেশনের পর এটি এক জিবি পর্যন্ত ফ্রি জায়গা দিয়ে থাকে।

আলটাভিস্টা

এটি একটি সার্চইন্জিন ওয়েবসাইট।

ওয়েবক্রলার

ওয়েবক্রলার উজারদের গুগল, ইয়াহু, উইন্ডোজ লাইভ, আস্ক ডট কম, এবাউট ডট কম ইত্যাদি জনপ্রিয় সার্চইন্জিনের বহুল ব্যবহৃত ফলাফল দিয়ে থাকে।

কুলটোড

বিভিন্ন ভাগে কুলটোড সার্চের সুবিধা দিয়ে থাকে যাতে একশ মেগাবাইট ইমেইল জায়গাসহ আরো সুবিধা রয়েছে।

ইয়াহু

ইয়াহু কর্পোরেশনের জনপ্রিয় সার্চ ইন্জিন । এটি শুধুমাত্র ইংরেজি ভাষাতে সেবা দেয় ।