প্রাত্যাহিক জীবনে আমরা প্রায় সময়ই বিভিন্ন অসুস্থ্যতায় ভুগি। অসুখ বিসুখ ঠিক বলে কয়ে আসে না। হুটহাট করেই জর, ঠান্ডা, সর্দি এমনকি আরো ভয়ানক সব অসুখ বেধে বসে। কিন্তু অসুখের মত সময়ে অসময়ে কি আর ডাক্তার পাওয়া যায়?
এখন থেকে পাওয়া যাবে! কারণ হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) বাংলাদেশে প্রথম বারের মত নিয়ে এসেছে অনলাইন ই-ডক্টর সার্ভিস। এখন থেকে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে অনলাইনেই প্রোফেশনাল ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। এখন আর অসুখে বিসুখে ডাক্তার খুজে বেড়াতে হবে না। ঘরে বসে অনলাইনে ডাক্তার এর পরামর্শ। আর এটি শুধুই সম্ভব হয়েছে হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) এর কারনে।
ই-ডক্টরঃ http://www.healthprior21.com/e-doctor
হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান (Health Prior 21) এর ই-ডক্টর সুবিধার সাহায্যে আপনি ঘরে বসে শত শত অভীজ্ঞ ডাক্তার এর পরামর্শ নিতে পারবেন।
আপনার যেকোনো সমস্যার সমাধানই পাবেন এই ই-ডক্টর সার্ভিস থেকে। অভিজ্ঞ ডাক্তাররা রয়েছে আপনারই অপেক্ষায়। আপনার সেবায় তারা সবসময় নিয়োজিত। ২৪/৭ আপনার সমস্যার কথা লিখে পাঠিয়ে দিন ই-ডক্টর এর কাছে। আর ৭২ ঘন্টার মধ্যেই আপনার সমাধান পৌছে যাবে আপনার কাছে।
ই-ডক্টর সেবা পেতে আপনাকে হেলথ প্রায়োর টুয়েন্টি ওয়ান এ রেজিস্ট্রেশন করতে হবে। নিচের লিঙ্ক থেকে আপনি রেজিস্টার অথবা লগিন করে নিন।
রেজিস্টার / লগিনঃ http://www.healthprior21.com/hpusers/login
ই-ডক্টরঃ http://www.healthprior21.com/e-doctor
তিনটি ধাপে সহজেই আপনি ই-ডক্টর এর সুবিধা পেতে পারেন। প্রথমে আপনার সমস্যার কথা লিখুন।
এরপরের ধাপে আপনি ফ্রী সার্ভিস অথবা পেইড সার্ভিস সিলেক্ট করতে পারবেন। ফ্রী সার্ভিসে আপনি সাধারন কোন পরামর্শ নিতে পারবেন। আর স্পেশালিস্ট সিলেক্ট করতে হলে পেইড সার্ভিস সিলেক্ট করে নিন এবং আপনার স্পেশালিস্ট সিলেক্ট করে নিন।
এবার আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে নিন।
পেমেন্ট হয়ে গেলে আপনাকে একটি পেজ এ নিয়ে যাবে। যেখানে আপনার প্রশ্ন থাকবে এবং ডক্টর আপনার প্রশ্নের উত্তর দিলে আপনি সেখানেই তা দেখতে পারবেন।
কীভাবে ই-ডক্টর থেকে সাহায্য পাবেন তা জেনে নিন নিচের ভিডিও টিউটোরিয়াল টি থেকেঃ
ই-ডক্টরঃ http://www.healthprior21.com/e-doctor
হেলথ প্রায়োর এ রয়েছে বেশ সংখ্যক অভিজ্ঞ ও নামীদামী ডাক্তার। যাদের কাছ থেকে আপনি পাবেন অনলাইনে সাস্থ্য সেবা!
ই-ডক্টরঃ http://www.healthprior21.com/e-doctor
মুরাদ আলী
তালখড়ি ইউআইএসি
শালিখা, মাগুরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS